Tuesday, May 5, 2020

শর্ত দিয়ে সব মসজিদ খুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব স্বাভাবিক হওয়ায় দক্ষিণ কোরিয়াতে বন্ধ থাকা সব মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বুধবার থেকে মসজিদ খোলার বিষয়টি নিশ্চিত করে প্রজ্ঞাপন দিয়েছে কোরীয় মুসলিম ফেডারেশনের (কেএমএফ)।

তবে সরকার থেকে দেয়া কিছু শর্তের ভিত্তিতে মুসল্লিরা মসজিদে নামাজ আদায়ের জন্য প্রবেশ করতে পারবেন। শর্তগুলো হলো, ফেইস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য পরিচয় ও মোবাইল নম্বর লিখে রাখতে হবে। প্রত্যেক মুসল্লিকে এক মিটার দূরত্বে নামাজে দাঁড়াতে হবে। বিষয়গুলো না মানলে জরিমানা গুণতে হবে ইমামসহ মসজিদে উপস্থিত মুসল্লিদের।

উল্লেখ্য, মাস দুয়েক আগে করোনাভাইরাসের ভয়াবহতার কারণে দক্ষিণ কোরীয় মুসলিম ফেডারেশন (কেএমএফ) সব মসজিদে একটি জরুরি নোটিশ জারি করে। যেখানে সরকারের পক্ষ থেকে মসজিদগুলোতে লোকজনের সমাগম না-হওয়ার জন্য অনুরোধ জানানো হয়। তখন থেকে কোরিয়ার সব মসজিদেই ধর্মীয় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কেএমএফ।

The post শর্ত দিয়ে সব মসজিদ খুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2L0vDaK

No comments:

Post a Comment