Sunday, May 3, 2020

করোনা শনাক্তে আর নমুনা সংগ্রহ করবে না আইইডিসিআর

ফাতেহ ডেস্ক

দেশে করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর যে প্রতিষ্ঠানটি ব্যাপক পরিচিতি পায়, সেটা হলো রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। শুরুতে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা করেছিল প্রতিষ্ঠানটি। নিয়মিত ব্রিফিং হয়েছিল তাদের মাধ্যমে।

তবে রবিবার থেকে করোনা শনাক্তে নমুনা সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছে আইইডিসিআর। গবেষণায় মনযোগ দিতে চায় সরকারি প্রতিষ্ঠানটি। এখন থেকে করোনার নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বিবিসি বাংলাকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, সারা দেশে এই ভাইরাস সংক্রমণের পরিধি বেড়েছে এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজাদ বলেন, আইইডিসিআর এখন থেকে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ও এর নিয়ন্ত্রণের বিষয়ে গবেষণা কাজ পরিচালনা করবে।

সরকারি হিসাব অনুযায়ী, দেশে রবিবার নাগাদ ৯ হাজার ৪৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৭৭ জনের। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৬৩ জন। যদিও একদিন আগে এই সংখ্যা ছিল মাত্র ১৭৭ জন।

-এ

The post করোনা শনাক্তে আর নমুনা সংগ্রহ করবে না আইইডিসিআর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/35wV2lU

No comments:

Post a Comment