Sunday, May 3, 2020

ইরানে আজ খুলছে মসজিদ

ফাতেহ ডেস্ক

মহামারি করোনাভাইরাসে যে কয়টি দেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরান তার মধ্যে অন্যতম। তবে গত কিছু দিন ধরেই দেশটিতে কমছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। এই অবস্থায় আজ সোমবার থেকে দেশটিতে খুলতে যাচ্ছে মসজিদ।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে মার্চের মাঝামাঝি সময়ে মসজিদ বন্ধের সিদ্ধান্ত নেয় ইরান। তবে দিন দিন পরিস্থিতির উন্নতি হওয়ায় সে অবস্থা থেকে সরে আসছে তেহরান।

জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে এখন মসজিদগুলো খুলে দেয়া হবে। তবে সব মসজিদ নয়, বরং ১৩২টি তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এলাকায় মসজিদ খুলে দেওয়া হবে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ তথ্যানুযায়ী এ পর্যন্ত ইরানে সাড়ে ৯৭ হাজারের মতো মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ছয় হাজারের বেশি মানুষ। পাশপাশি সুস্থ হয়েছেন ৭৮ হাজারের বেশি।

-এ

The post ইরানে আজ খুলছে মসজিদ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2zYq8Hr

No comments:

Post a Comment