Saturday, May 2, 2020

মক্কার বেশিরভাগ অধিবাসী করোনা সংক্রমিত হতে পারে: সৌদি মেডিক্যাল সূত্র

ফাতেহ ডেস্ক

সৌদি আরবের কয়েকটি মেডিক্যাল সূত্র বলেছে, পবিত্র মক্কা নগরীর বেশিরভাগ মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারে। এলোপাথাড়িভাবে পরীক্ষার পর তারা এই ইঙ্গিত দিয়েছেন।

সৌদি আরবের শীর্ষ পর্যায়ের তিনজন চিকিৎসকের বরাত দিয়ে মিডলইস্ট আই জানিয়েছে, পবিত্র মক্কা নগরীর ২০ লাখ অধিবাসীর শতকরা ৭০ ভাগ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে। এই বক্তব্য থেকে মনে করা হচ্ছে যে, সৌদি সরকার করোনাভাইরাসের সংক্রমণের ব্যাপারে যে তথ্য দিচ্ছে প্রকৃতপক্ষে এর বিস্তার আরো অনেক বেশি ঘটেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত ২২ হাজার ৭৫৩ জন মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। দেশটিতে মারা গেছে ১৬২ জন এবং তিন হাজার ১৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

এপ্রিল মাসের প্রথমদিকে সৌদি স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেছিলেন যে, করোনাভাইরাসের সংক্রমণ আগামী কয়েক সপ্তাহের মধ্যে দুই লাখ ছাড়িয়ে যেতে পারে।

তার আগে ফেব্রুয়ারি মাসে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সতর্ক করে বলেছিলেন, সামনের দিনগুলোতে আরো অনেক বেশি কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। করোনাভাইরাসের কারণে এরইমধ্যে সৌদি আরবে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। তার সাথে যুক্ত হয়েছে তেলের মারাত্মক দরপতন।

-এ

The post মক্কার বেশিরভাগ অধিবাসী করোনা সংক্রমিত হতে পারে: সৌদি মেডিক্যাল সূত্র appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2SqIaIw

No comments:

Post a Comment