Sunday, May 3, 2020

দেশে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৬৬৫, মৃত্যু ২ জন

ফাতেহ ডেস্ক

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ জনে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬৬৫ জন। এটি একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৫৫ জন।

রবিবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬৮ নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬৬৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। একদিনে এত আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত সর্বাধিক। এ নিয়ে মোট ৯ হাজার ৪৫৫ জন করোনা রোগী শনাক্ত হলো।

অধ্যাপক সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু তালিকায় আরও দুজন যুক্ত হয়েছেন। দুজনই ঢাকার বাইরে। তাদের মধ্যে ১১-২০ বছর বয়সের একজন রয়েছে। অন্যজন ষাটোর্ধ্ব।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৬৫ জনে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে আছে ১ হাজার ৬৩৭ জন। ইতোমধ্যে চিকিৎসা নিয়ে বিভিন্ন হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৬৩ জন।

-এ

The post দেশে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৬৬৫, মৃত্যু ২ জন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/35y1V6s

No comments:

Post a Comment