ফাতেহ ডেস্ক
নাটোর জেলায় করোনাভাইরাসে মৃতদের দাফনের জন্য অনুমোদন পেল ‘হিলফুল ফুযুল’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনটির আবেদনের পরিপ্রেক্ষিতে সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল শুক্রবার তাঁদের কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছেন।
হিলফুল ফুযুলের দলনেতা জাকারিয়া মাসুদ জানান, দাফন কার্যক্রম চালানোর জন্য প্রথমে তাঁরা সিংড়ার ইউএনওর কাছে আবেদন করেন। সেখান থেকে তাঁরা অনুমোদন পেয়েছেন। ইতিমধ্যে তাঁরা প্রশিক্ষণও নিয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল জেলায় প্রথমবারের মতো আটজন করোনা রোগী শনাক্ত হয়। পরের দিন আরও একজন শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে একজন আগেই মারা গিয়েছিলেন। তাঁকে স্বাভাবিক উপায়ে দাফন কাফন করা হয়। এতে অন্যদেরও সংক্রমিত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় এখন কেউ সংক্রমিত হয়ে বা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেলে তাঁকে ধর্মীয় বিধি অনুযায়ী দাফনের লোকজন পাওয়া মুশকিল হবে। এ কারণে ১৫ জন মিলে হিলফুল ফুযুল নামের এই সংগঠন প্রতিষ্ঠা করেন।
-এটি
The post নাটোরে করোনায় মৃতদের দাফনে অনুমতি পেল ‘হিলফুল ফুজুল’ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2WnvZ0t
No comments:
Post a Comment