Sunday, May 3, 2020

চিকিৎসকদের প্রায়োজনীয় সব সুরক্ষা সামগ্রী নিশ্চিত করুন: আহমদ শফি

ফাতেহ ডেস্ক

চিকিৎসকদের জন্য পর্যাপ্ত এন-৯৫ মাস্কসহ প্রায়োজনীয় সব সুরক্ষা সামগ্রী নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা আহমদ শফী।

শনিবার বিকাল সাড়ে ৪টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে আল্লামা আহমদ শফি বলেন, সর্বশেষ তথ্যানুযায়ী প্রায় ৪০০ ডাক্তার চিকিৎসা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। এটা যেমন দেশের জন্য উদ্বেগজনক, তেমনি এই দুর্যোগকালে তাদের ত্যাগ প্রশংসনীয়। পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী না থাকলেও অত্যন্ত সাহসিকতার সঙ্গে তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের সেবা ও শ্রম এ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের তথ্যানুযায়ী, দেশের অনেক জেলা ও উপজেলায় করোনা শনাক্ত করা ও চিকিৎসা সেবা দেয়ার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি। অনেক হাসপাতালে যথাযথ সুরক্ষা ব্যবস্থা না থাকায় অনেক চিকিৎসক ঠিকমতো রোগী দেখতে পারছেন না। ফলে অন্যান্য রোগীদের নিয়মিত সেবা ব্যাহত হচ্ছে। এটা উদ্বেগজনক। জেলা-উপজেলার সব হাসপাতালে নিয়মিত চিকিৎসাসেবা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক।

-এ

The post চিকিৎসকদের প্রায়োজনীয় সব সুরক্ষা সামগ্রী নিশ্চিত করুন: আহমদ শফি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3fdMmFl

No comments:

Post a Comment