Sunday, May 3, 2020

সংসদ ভবনের ৪ নিরাপত্তারক্ষী করোনায় আক্রান্ত

ফাতেহ ডেস্ক

জাতীয় সংসদ ভবনের নিরাপত্তায় দায়িত্বে থাকা তিন পুলিশ ও এক আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন পুলিশ সদস্য আরিফ, বাদল, মো. খালেক এবং আনসার সদস্য মো. মাসুদ।

তারা সংসদ ভবনের বটতলায় পুলিশের জন্য তৈরি করা ছাউনিতে থাকতেন বলে জানা গেছে।

জানা যায়, আক্রান্তদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাদের নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সংসদের হুইপ আতিউর রহমান জানান, সংসদ ভবনের বটতলা পুলিশ রুমে মোট ৫১ জন থাকতেন। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্পিকারের বাসায় ১২ জন ডিউটি করতেন। তাদের সংসদের ৩ নম্বর ব্লকে রাখা হয়েছে। চার পুলিশ সদস্যকে এমপি হোস্টেলের ৬ নম্বর ব্লকে রাখা হয়েছে। অন্যদের ৪ নম্বর ব্লকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

-এ

The post সংসদ ভবনের ৪ নিরাপত্তারক্ষী করোনায় আক্রান্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2VVtfrX

No comments:

Post a Comment