আন্তর্জাতিক ডেস্ক:
করোনা মহামারীর কারণে গত মাসের তুলনায় সৌদিতে অর্ধেকে নেমেছে তেলের দাম। আজ থেকে কার্যকর হচ্ছে নতুন মূল্য।
সৌদি আরমকোর সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতি লিটার ৯১ পেট্রোল এর দাম এখন ০.৬৭ পয়সা (হালালা) এবং প্রতি লিটার ৯৫ অকটেন এর দাম এখন ০.৮৬ পয়সা (হালালা)। যা গতকাল পর্যন্ত ছিল যথাক্রমে ১.১৩ ও ১.৪৭ সৌদি রিয়াল প্রতি লিটার।
উল্লেখ্য, এর আগে গত ২১ এপ্রিল আমেরিকায় তেলের দাম ডলারের নীচে নেমে এসেছিল। অর্থাৎ ইতিহাসে প্রথমবারের মতো জ্বালানী তেল বা ফুয়েলের দাম এত নিচে যায়।
The post সৌদিতে অর্ধেকে নেমে গেছে তেলের দাম appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3bnnN5N
No comments:
Post a Comment