ফাতেহ ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসে সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২০০ জনে। নতুন করে আরও ১ হাজার ৫৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২৫১। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
দেশটিতে করোনা আক্রান্তদের মধ্যে ৭৬ শতাংশ প্রবাসী এবং ২৪ শতাংশ সৌদি নাগরিক। ১৪ শতাংশ নারী এবং ৮৬ শতাংশ পুরুষ। আক্রান্তদের মধ্যে ২৪ হাজার ৬২০ জন চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে ১৪৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে, করোনা বিস্তার ঠেকাতে গত ২১-মার্চ সমগ্র সৌদি আরব জুড়ে রাত ৭-টা থেকে সকাল ৬-টা পর্যন্ত বিশেষ সন্ধাকালীন কারফিউ জারি করে সৌদি সরকার। পরে বেশ কিছু এলাকা লক ডাউন শিথিলের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।
এখন পর্যন্ত বিশ্বের ২১২ টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ২৭ হাজার ৮০২ জন। বিশ্বের ২ লাখ ৫৮ হাজার ৩৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী ভাইরাসটি।
অপরদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১২ লাখ ৪২ হাজার ৩৪৭ জন।
-এ
The post সৌদিতে মৃতের সংখ্যা ২০০ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2xF6zCY
No comments:
Post a Comment