ফাতেহ ডেস্ক
করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিদেশে আটকে পড়া সব বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে। এরই ধারাবাহিকতায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিদেশ থেকে প্রায় ২৯ হাজার প্রবাসী নাগরিক দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে ভিডিও বার্তায় এসব জানান পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠক শেষে এক ভিডিওবার্তায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, আগামী কয়েক সপ্তাহে ২৮ হাজার ৮৪৯ জন প্রবাসী নাগরিক দেশে ফিরবেন। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে অনেকেই দেশে ফিরছেন। গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে তিন হাজার ৬৯৫ জন বাংলাদেশি নাগরিক ফিরেছেন। মধ্যপ্রাচ্যে যারা জেলে বন্দি ছিলেন তাদের সেখানে মাফ করে দেওয়া হয়েছে। কুয়েত সরকার অনিবন্ধিত শ্রমিকদের ক্ষমা করে দিয়েছেন। সেখানে প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি অনিবন্ধিত রয়েছেন। আমরা তাদের ফেরত নিয়ে আসবো।
মন্ত্রী বলেন, মালদ্বীপে প্রবাসীদের অসুবিধা যেন না হয়, সেখানে খাবার পাঠানো হয়েছে। আগামীকাল সেখান থেকে ৪শ বাংলাদেশি দেশে ফিরবেন। কুয়েত, ওমান, সৌদি আরব থেকে চার হাজার বাংলাদেশি ফিরবেন। ইরাকে অনেক লোকের চাকরি চলে গেছে। আমরা সেটা দেখছি।
তিনি জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কেউ করোনা ভাইরাসে মারা গেলে সেখান থেকে মরদেহ দেশে আনা যাবে না। তারা তাদের দেশে দাফন করবে। তবে অন্য কোনো দেশ থেকে পাঠালে সেই মরদেহ পরিবারের কেউ দেখতে পাবেন না। তাই আমরা চাই, যেখানেই কেউ মারা যান, সেখানেই দাফন করা প্রয়োজন। সেটা হলেই ভালো হবে।
বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
-এ
The post আটকে পড়া সব বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2WsVq0w
No comments:
Post a Comment