Sunday, May 10, 2020

ভারতে করোনা আক্রান্ত প্রায় ৬৩ হাজার, মৃতের সংখ্যা বেড়ে ২১০৯

ফাতেহ ডেস্ক

ভারতে এ পর্যন্ত ৬২ হাজার ৯৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ১০৯। ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৭৭ জন আক্রান্ত এবং ১২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এপর্যন্ত মোট ১৯ হাজার ৩৫৮ জন সুস্থ হয়েছেন। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। এখানে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২২৮, মৃত ৭৭৯।

এরপরেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট। এখানে ৭ হাজার ৭৯৬ জন আক্রান্ত এবং ৪৭২ জনের মৃত্যু হয়েছে।

রাজধানী দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৪২ জন। এখানে ৭৩ জন মারা গেছেন। মধ্য প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬১৪ এবং মৃতের সংখ্যা ২১৫। রাজস্থানে ৩ হাজার ৭০৮ জন আক্রান্ত, মৃত ১০৬ জন।

এদিকে, করোনা মোকাবিলা করতে আগামী ১৭ মে চলমান লকডাউনের মেয়াদ শেষ হবে। তারআগে আগামীকাল (সোমবার) বিকেলে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে পুনরায় লকডাউন পরিস্থিতি বৃদ্ধি করা হবে কিনা সেই ইস্যুতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

করোনা সংক্রমণ ঠেকাতে কেন্দ্রীয় সরকারের নির্দেশিত লাল, কমলা এবং সবুজ এলাকার পরিবর্তে কনটেইনমেন্ট জোন অনুযায়ী শিথিলতার মাত্রা বাড়ানো বা কমানোর বিষয়েও আলোচনা হতে পারে। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই গোটা দেশে একধাক্কায় লকডাউন না সরিয়ে সংক্রমণের হার অনুযায়ী ধাপে ধাপে তা তুলে দেওয়া হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এ ছাড়া, দেশের কোন কোন রাজ্যে অথবা এলাকায় লকডাউনের বিধিনিষেধের কঠোরতার মাত্রা কেমন হবে, তা নিয়েও আলোচনার সম্ভাবনা আছে।

-এ

The post ভারতে করোনা আক্রান্ত প্রায় ৬৩ হাজার, মৃতের সংখ্যা বেড়ে ২১০৯ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YWqyYW

No comments:

Post a Comment