Sunday, May 3, 2020

কিমের সুস্থতায় খুশি ট্রাম্প

ফাতেহ ডেস্ক

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন সুস্থ হয়ে জনসম্মুখে ফিরে আসায় আনন্দ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার এক টুইটে তিনি এ কথা জানান।

গত ১২ এপ্রিল থেকে প্রকাশ্যে ছিলেন না উত্তর কোরিয়ার ৩৬ বছর বয়স্ক উত্তর কোরীয় নেতা। তারপর হাওয়ায় ভাসতে শুরু করে নানা গল্প। গত ১৫ এপ্রিল তিনি যখন রেওয়াজ অনুযায়ী পিতামহের জন্মদিনের অনুষ্ঠানে আসলেন না- তখন গুজবের মাত্রা আরো বেড়ে গেল।

প্রশ্ন উঠতে শুরু করলো, কিম কি তাহলে মারা গেছেন? সে সময় অখ্যাত একটি মিডিয়ায় কিমের ‘মরদেহের ছবি’ প্রচার করে। অন্তেষ্টিক্রিয়ার ছবিও ছড়িয়ে পড়ে স্যোশাল মিডিয়ায়।

অবশেষে করোনা মহামারির এই টালমাটাল সময়েও বিশ্ববাসীকে অবাক করে নিজের উপস্থিতির জানান দিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন।

তার ফিরে আসায় স্বস্তি প্রকাশ করে ট্রাম্প টুইটে বলেছেন, তিনি ফিরে এসেছেন ও ভালো আছেন এতেই আমি খুশি। তাকে নিয়ে আগের সপ্তাহে অনেক গুঞ্জনের তৈরি হয়েছে।

যখন গুঞ্জন চলছিলো তখন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়ার নেতা সম্পর্কে তার ভালো জানা আছে। এ বিষয়ে আমি এখন কোনো কথা বলতে পারবো না। আমি চাই, তিনি ভালো থাকুন।

দীর্ঘ সময় ধরে উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিনিদের বৈরি সম্পর্ক বিরাজ করলেও গত দুই বছর ধরে ট্রাম্প ও কিমের মধ্যকার সম্পর্ক উষ্ণ হতে দেখা গেছে। ২০১৮ সালের পর এই দুই নেতা তিনবার সাক্ষাৎ করেছেন। একে অপরের সঙ্গে চিঠির আদান প্রদানও করেছেন।

-এ

The post কিমের সুস্থতায় খুশি ট্রাম্প appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2xud5MV

No comments:

Post a Comment