Thursday, May 14, 2020

দেশে এক দিনে ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪১

ফাতেহ ডেস্ক

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১০৪১ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮৩ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১৮৮৬৩ জন।

বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ৯৩৮টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯৩০টি। দেশে এখন ৩৮টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ৩ জন নারী। এর মধ্যে ঢাকার ৯ জন এবং চট্টগ্রামের ৫ জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৪২ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৬০৩ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

-এ

The post দেশে এক দিনে ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪১ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3dPF2yl

No comments:

Post a Comment