Tuesday, May 12, 2020

করোনায় কারাগারে কয়েদির মৃত্যু

ফাতেহ ডেস্ক

এবার করোনাভাইরাসে(কভিড-১৯) মৃত্যু হলো এক কারাবন্দির। সিলেট কেন্দ্রীয় কারাগারের ওই বন্দি মারা যান রোববার। আজ তার করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়। কারাগারের ওই ওয়ার্ডটি এরই মধ্যে লকডাউন করা হয়েছে।

একই সঙ্গে ৮৩ বন্দি ও কারাগারের ২৪ কর্মকর্তা-কর্মচারীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

করোনার উপসর্গ দেখা দেয়ার পর থেকে ওই আসামি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়ার পর রোববারই তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষার রিপোর্টে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়।

এর আগে পঞ্চগড় কারাগারে ৫ মে এক কয়েদির করোনা শনাক্ত হলে তার সংস্পর্শে আসা কারাবন্দিসহ ৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরে আরো এক বন্দির করোনা ধরা পড়ে।

এদিকে, শরীয়তপুরের নড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সকাল ৮টার দিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

-এ

The post করোনায় কারাগারে কয়েদির মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3bnvwRb

No comments:

Post a Comment