ফাতেহ ডেস্ক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সদ্য যোগদানকৃত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে নিজ পরিবারের সদস্য ভেবে সেবা দিবেন।
তিনি বলেন, ‘করোনার কারনেই আপনাদের নিয়োগ দেয়া হয়েছে। সেই অর্থে এই কোভিড আপনাদের ভাগ্যই খুলে দিয়েছে। কাজেই চিকিৎসা ক্ষেত্রে আক্রান্ত কোনো ব্যক্তির স্বাস্থ্যসেবায় পিছু হঠবেন না। আক্রান্ত ব্যক্তিকে নিজ পরিবারের একজন সদস্য ভেবে সেবা দেবেন।’
স্বাস্থ্যমন্ত্রী বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনের অডিটোরিয়ামে ৩৯ তম বিসিএস এর অপেক্ষমান তালিকা থেকে নতুন করে ২ হাজার চিকিৎসকের পদায়ন শেষে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। করোনার কারনে কর্মশালায় ৪০ জন চিকিৎসক উপস্থিত ছিলেন।
জাহিদ মালেক বলেন, খুব শিগগিরই আমাদের আরো বেশকিছু টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে। এসব নিয়োগ হলে দেশের স্বাস্থ্যসেবার মান নিঃসন্দেহে আরো বৃদ্ধি পাবে।
কোভিড-১৯ মহামারীতে এত দ্রুত বিপুল সংখ্যক চিকিৎসক নিয়োগ দ্রুত অনুমোদন করায় মন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, নিউরো সার্জন বিশেষজ্ঞ ও বিসিপিএস এর সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ,স্বাস্থ্যসেবা শাখার অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম,স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনাসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। সভায় নবাগত চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন ডা. আর রাফি তামজীদ ও ডা. নাজিয়া হাসান জিনা।
-এ
The post আক্রান্তদের পরিবারের সদস্য ভেবে সেবা দেবেন : স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3fJqKRx
No comments:
Post a Comment