আন্তর্জাতিক ডেস্ক:
গতকাল পর্যন্ত টানা চারদিন নতুন কোন করোনা রোগী পাওয়া যায়নি ফিলিস্তিনে । দেশটির স্বাস্থমন্ত্রী মাই আলকাইলা এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরা।
স্বাস্থমন্ত্রী বলেছেন, ‘বর্তমানে ফিলিস্তিনে কভিড-১৯ আক্রান্ত রয়েছেন ৫৪৭ জন। এর মধ্যে ৩৫৫ জন পশ্চিম তীরে, ২০ জন গাজায় এবং ১৭২ জন দখলিকৃত পূর্ব জেরুজালেমে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬৭ জন বা ৬৭ শতাংশ। আর মারা গেছে মাত্র ২ জন। তবে ইসরায়েলের অবরোধে থাকা গাজায় কোন মৃত্যু নেই।’
১৩ বছর যাবত ইসরাইলের অবরোধে থাকা এ অঞ্চলটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। ফলে এখানে করোনা ছড়ানোর আশঙ্কা অনেক বেশি। তারপরও আক্রান্ত ও মৃত্যু দুই দিক থেকেই সাফল্য ধরে রেখেছে। এ নিয়ে গাজার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আইয়াদ আল বাজাম বলেন, ‘করোনার বিস্তৃতি রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। জনগণও এ ক্ষেত্রে সহায়তা করছে।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, ‘গত ২২ মার্চ এখানে প্রথম করোনা সনাক্ত হয়। এরপর থেকে আমরা ‘বাসায় থাকুন প্রচারণা চালু করেছি। বাসিন্দারা জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও সামাজিক দূরত্ব মেনে চলছে এবং মাস্ক পরছে।’
The post গত চারদিন নতুন করোনা রোগী পাওয়া যায়নি ফিলিস্তিনে appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2SUlmkw
No comments:
Post a Comment