ফাতেহ ডেস্ক
বিশ্বের ছড়িয়ে পড়া করোনা ভাইরাস একের পর এক দেশে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। বিভিন্ন দেশের সরকার প্রধানসহ মন্ত্রিসভার সদস্যেরাও করোনায় আক্রান্ত হওয়ার তালিকা দিনে দিনেই দীর্ঘ হচ্ছে।
সবশেষ শুক্রবার (৮ মে) আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফিরোজউদ্দিন ফিরোজ মহামারী এ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
দেশটির সরকারি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নতুন করে ২১৫ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ফিরোজ রয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৭৭৮ জন।
আফগান স্বাস্থ্য মন্তণালয় করোনা নিয়ে তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানায়, স্বাস্থ্যমন্ত্রী ফিরোজউদ্দিন ফিরোজের দেহে করোনার উপসর্গ দেখা দেয়ার পর তার করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে আইসোলেশনে রয়েছেন।
আফগানিস্তানে করোনায় আক্রান্তদের মধ্যে ১০৯ জন মারা গেছেন।
-এ
The post করোনায় আক্রান্ত আফগান স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3biIDmP
No comments:
Post a Comment