ফাতেহ ডেস্ক
নভেল করোনাভাইরাসের কারনে (কভিড-১৯) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকাজ চালাতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শিগগির এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক বসে গণভবনে। একমাস পর অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আইনমন্ত্রী আনিসুল হক ও অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, করোনাভাইরাসে সশরীরে আদালত পরিচালনা করা সম্ভব নয়। তাই বিচারকাজ চলবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সংসদ না বসায় এই সিদ্ধান্ত অধ্যাদেশ আকারে জারি করা হবে।
বৈঠকে অনির্ধারিত আলোচনায় উঠে আসে করোনাভাইরাসের পরিস্থিতি।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয় করোনাভাইরাস চলাকালে আয়কর রিটার্ন জমা দেয়ার ক্ষেত্রে কাউকে জরিমানা ও বাড়তি সুদ দিতে হবে না।
-এ
The post ভিডিও কনফারেন্সে বিচারকাজ চালানোর অনুমোদন appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2LaNJ9T
No comments:
Post a Comment