ফাতেহ ডেস্ক
করোনাভাইরাস পরীক্ষা এবং লোকজনকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের হুগলীতে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে।
বিবিসি জানায়, হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষে উভয় সম্প্রদায়ের দোকান, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে।
রবিবার প্রথম উত্তেজনা তৈরি হলেও পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু মঙ্গলবার দুপুর থেকে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এখনও পর্যন্ত মোট ১১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়ভাবে জানা যায়, কয়েকদিন আগে তেলেনিপাড়া এলাকায় করোনা পরীক্ষার একটি ক্যাম্প করা হয়। পরীক্ষায় প্রথমে একজন আর তারপরে আরও কয়েকজনের পজিটিভ রিপোর্ট আসে। ঘটনাচক্রে তারা সকলেই মুসলিম।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, ক্যাম্পটা মুসলিম প্রধান এলাকায় হয়েছিল, তাই স্বাভাবিকভাবেই পজিটিভ এলে মুসলিমদেরই হবে। কিন্তু সেটা নিয়ে হিন্দুদের একাংশ মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে থাকে। মুসলিমরাই করোনা ছড়াচ্ছে বলে টিটকিরি দেওয়া হয়।
এমন পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। যেসব ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়েছে, তাতে দেখা যাচ্ছে উভয় পক্ষেরই দোকান বাড়ি ভাঙচুর করা হয়েছে।
গুজব ছড়িয়ে পরিস্থিতি অশান্ত করা রুখতে ওই অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
-এ
The post করোনা নিয়ে মুসলিমবিদ্বেষ, দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হুগলি appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3fNWghl
No comments:
Post a Comment