Thursday, May 14, 2020

সিলেটে হাজারো অসহায় মানুষের পাশে বাসমাহ ফাউন্ডেশন

ফাতেহ ডেস্ক

সিলেটের গরিব- দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাসমাহ ফাউন্ডেশন। সারা দেশের পাশাপাশি এখানেও করোনাদুর্গত মানুষের জন্য প্রদান করছে বিশেষ সহায়তা। ১৪ মে, বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথে রামপাশা ইউনিয়নের দরিদ্রবহুল তিন নম্বর ওয়ার্ডের অভাবি ও দুর্গত নারী- পুরুষদের প্রদান করা হয় করোনাসহায়তা প্রকল্পের ফুড প্যাক।

মানবকল্যাণে নিবেদিত আন্তর্জাতিক সেবা সংস্থা বাসমাহ ফাউন্ডেশন এর অর্থায়নে এবং দাওয়াতে দ্বীন ফাউন্ডেশন বাংলাদেশ এর ব্যবস্থাপনায় এ ধারাবাহিক খাদ্যপ্রদান প্রকল্প চলমান। বাসমাহ ফাউন্ডেশন (ইউএসএ) এর সিও মানবতার বন্ধু মাওলানা মীর সাখাওয়াত হোসাইন এর তত্তাবধানে এ প্রকল্প সম্পন্ন হচ্ছে। সিলেটে ত্রাণপ্রকল্প উদ্বোধন করেন, দাওয়াতে দ্বীন। ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান, বিশিষ্ট গবেষক,মাওলানা মুসা আল হাফিজ।

এ প্রকল্পে নওমুসলিম,আলেম- উলামা, সাধারন গরিব, এবং অনটনগ্রস্থ নানা শ্রেণি ও পেশার হাজারো মানুষকে সহায়তা করা হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে মাওলানা মুসা আল হাফিজ বলেন, মুসলমানরা দুনিয়ায় এসেছি মানবতার কল্যাণের জন্য। ফলত প্রত্যেক মুসলমানই একেক মিশনারি। যেখানেই মানবতার অসহায়ত্ব, সেখানেই আমাদের সেবাকর্ম জারি রাখতে হবে।

এই দায়িত্ববোধেই ধর্ম,বর্ণ,শ্রেণি ও পেশা নির্বিশেষে সর্বস্থরের অভাবি মানুষের জন্য কাজ করে যাচ্ছে বাসমাহ ফাউন্ডেশন ও দা’ওয়াতে দ্বীন ফাউন্ডেশন বাংলাদেশ। মানুষের জন্য সেবা ও সহায়তার এই ধারা আরো বেগমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

-এ

The post সিলেটে হাজারো অসহায় মানুষের পাশে বাসমাহ ফাউন্ডেশন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3cyaK2C

No comments:

Post a Comment