ফাতেহ ডেস্ক
নতুন করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বনেতাদের তালিকায় যোগ হলেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বৃহস্পতিবার খবর দিয়েছে বিবিসি, সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
কোভিড-১৯ সঙ্কটের মধ্যে এক ভিডিও কনফারেন্সে মিশুস্তিন নিজই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ এসেছে বলে তিনি ঘরেই আইসোলেশনে রয়েছেন।
মিশুস্তিনের অসুস্থতার কারণে উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে। ৫৪ বছর বয়সী মিশুস্তিনকে গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, যার হাতে দেশের একচ্ছত্র ক্ষমতা।
মিশুস্তিন তার প্রেসিডেন্টকে বলেছেন, এই সঙ্কটকালে অসুস্থতার মধ্যেও তিনি যতদূর সম্ভব নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন।
রাশিয়ায় বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখের বেশি। এই সংখ্যা বিশ্বের দেশগুলোর মধ্যে অষ্টম সর্বাধিক। দেশটিতে মারা গেছে ১ হাজারের বেশি জন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে প্রথম সংবাদ ব্রিফিংয়ে আসার দিনই রুশ প্রধানমন্ত্রীর আক্রান্ত হওয়ার খবর বের হল।
-এ
The post রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনাভাইরাসে আক্রান্ত appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2zQkkj3
No comments:
Post a Comment