আন্তর্জাতিক ডেস্ক:
প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে দেশের সব মসজিদ খুলে দিচ্ছে ইরান। খবর আইআরআইবি’র।
খবরে বলা হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক ডেভেলপমেন্টের পরিচালক মোহাম্মদ কউমি। ইরান এরইমধ্যে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বড় বড় শপিং মলগুলোও খুলে দেয়া হয়েছে। এছাড়া আগামী সপ্তাহ থেকে চালু হবে দেশটির সব স্কুল।
উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ইরান। দেশটিতে মোট এক লাখ ৯ হাজার ২৮৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এরমধ্যে ছয় হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তের সংখ্যা কমে আসতে থাকায় সম্প্রতি ধারাবাহিকভাবে বিধিনিষেধ তুলে নেওয়া শুরু হয়েছে।
The post আজ থেকে দেশের সব মসজিদ খুলে দিচ্ছে ইরান appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2WNZWqv
No comments:
Post a Comment