Tuesday, May 12, 2020

সাধারণ ছুটি বাড়ছে ঈদ পর্যন্ত

ফাতেহ ডেস্ক

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রােধে দেশব্যাপী চলমান সাধারণ ছুটি ফের বাড়তে পারে বলে জানিয়েছেন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

আজ মঙ্গলবার নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে তিনি তথ্যটি নিশ্চিত করেন।

ওই কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় চলমান সাধারণ ছুটি আরো এক দফা বাড়তে পারে। সেই অনুযায়ী, আগামী ১৭ থেকে ২৬ মে অর্থাৎ ঈদ পর্যন্ত ছুটি বাড়ানোর ঘোষণা আসতে পারে। তাছাড়া করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে ছুটি আরো বাড়াটাই স্বাভাবিক।

তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি রয়েছে। এরপর ঈদের আগ পর্যন্ত কর্মদিবস মাত্র চারটি ১৭, ১৮, ১৯ ও ২০ মে। শবে কদরের ছুটি ২১ মে। ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি। ২৪, ২৫ ও ২৬ মে ঈদের ছুটি থাকবে। আর রোজা ২৯টা হলে ২৩, ২৪ ও ২৫ মে ঈদের ছুটি থাকবে। সবমিলিয়ে ছুটি বাড়ানোর ঘোষণা আসছে, তা বলা যায়।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ছুটির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পুরো ব্যাপারটি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

এদিকে দেশব্যাপী সাধারণ ছুটি চললেও সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে দোকান, শপিংমল, কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান।

কোভিড-১৯ এর সংক্রমণ বাড়তে থাকার প্রেক্ষিতে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়। পরে ১৪ এপ্রিল, ২৫ এপ্রিল হয়ে সাধারণ ছুটি বাড়ানো হয়েছে ৫ মে পর্যন্ত। এরপর নতুন করে ৬ষ্ঠ ধাপে ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

-এ

The post সাধারণ ছুটি বাড়ছে ঈদ পর্যন্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YUaV4l

No comments:

Post a Comment