Monday, May 11, 2020

ভ্যাট তিনগুণ বাড়িয়ে ভাতা বন্ধ করছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ভ্যাটের পরিমাণ তিনগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সেই সাথে সরকারি চাকুরিজীবিদের জীবনযাপ ব্যয় ভাতা বন্ধের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার সৌদি আরবের অর্থমন্ত্রী এ তথ্য জানায়।

আগামি ১ জুলাই থেকে তিনগুণ বাড়ছে ভ্যাট। ভ্যাটের পরিমাণ বেড়ে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়েছে। এ ছাড়া আগামী জুন থেকে সরকারি চাকরিজীবীদের জীবনযাপন ব্যয় ভাতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সৌদি অর্থমন্ত্রী বলছেন, তেলের মূল্য অস্বাভাবিক কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে করোনাভাইরাস মোকাবেলায় কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে গেল সপ্তাহে হুঁশিয়ারি জানান তিনি।

উল্লেখ্য, সৌদি আরবে এ পর্যন্ত ৩৯ হাজার ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ২৪৬ জন।

The post ভ্যাট তিনগুণ বাড়িয়ে ভাতা বন্ধ করছে সৌদি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2WQj3Au

No comments:

Post a Comment