Friday, May 1, 2020

একদিনে ১৩৯ পুলিশ সদস্য আক্রান্ত

ফাতেহ ডেস্ক

দেশে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। পাশাপাশি অবশ্য সুস্থও হচ্ছেন। তবে সে সংখ্যা তুলনামূলক কম। দেশে পেশাজীবীদের মধ্যে যারা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন তাদের শীর্ষে রয়েছে চিকিৎসক ও নার্স তথা স্বাস্থ্যকর্মী। এর পরই রয়েছে বাংলাদেশ পুলিশ। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ এ আইনশৃঙ্খলা বাহিনীটির কয়েক শ সদস্য আক্রান্ত হয়েছেন। মারা গেছে চার জন।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন পুলিশ সদস্য। এ নিয়ে সারাদেশে মোট ৬৭৭ জন পুলিশ সদস্য আক্রান্ত হলেন। এ ছাড়া ১১৫৪ জন পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন। তবে শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৫২ জন।

সূত্র অনুযায়ী, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে বেশিরভাগই ঢাকার। এ পর্যন্ত যে চার জন মারা গেছেন তারাও ঢাকারই।

এদিকে, দায়িত্ব পালন করতে গিয়ে বেশি সংখ্যক পুলিশ সদস্য আক্রান্ত হওয়ায় মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে সংশ্লিষ্টরা কর্মকর্তারা বলছেন, আতঙ্কিত না হয়েছে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। সবাইকে সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, এ পর্যন্ত যেসব পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ডিএমপির ৩২৮ জন। এ ছাড়া যে চার জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের তিন জনই ডিএমপিতে কর্মরত ছিলেন। একজন ছিলেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত।

জানা গেছে, যারা আক্রান্ত হয়েছেন তারা পুলিশের পরিবহন, প্রোটেকশন, উন্নয়ন, গোয়েন্দা, স্পেশাল অ্যাকশন গ্রুপ, আটটি অপরাধ বিভাগসহ ২২টি বিভাগের সদস্য। আক্রান্তদের তালিকায় আছেন এক জন অতিরিক্ত উপ কমিশনার। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কনস্টেবলসহ ১২ জন নারী সদস্যও রয়েছেন এ তালিকায়।

গুলশান ডিপ্লোমেটিক সিকিউরিটি জোনের ডিসি মো.আশরাফুল ইসলাম জানান, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ঢাকার কূটনৈতিক পাড়ায় ১৯ জন রয়েছেন। এ ছাড়া কোয়ারান্টাইনে আছেন ১২ জন পুলিশ সদস্য। আক্রান্তদের মধ্যে কনস্টেবেল, বাবুর্চি ও দুই জন এএসআই রয়েছেন বলেও জানান তিনি।

-এ

The post একদিনে ১৩৯ পুলিশ সদস্য আক্রান্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/35omS3o

No comments:

Post a Comment