Monday, July 6, 2020

দেশে একদিনে করোনায় আরও ৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩২০১

ফাতেহ ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় আরও ৪৪ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ২০১ জন।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৬ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন।

সোমবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৭৩টি ল্যাবের মধ্যে ৬৮টি ল্যাব থেকে প্রতিবেদন পাওয়া গেছে। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ২৪৫টি। এর মধ্যে ৩ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জনে।

অধ্যাপক সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৪ জন মারা গেছেন। মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৬ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ মৃত ৪৪ জনের ৩৩ জন পুরুষ।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৫২৪ জন করোনা থেকে সেরে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৪৯ জন যা শনাক্ত বিবেচনায় ৪৫ দশমিক ৯৮ ভাগ।

The post দেশে একদিনে করোনায় আরও ৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩২০১ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Z0dUYM

No comments:

Post a Comment