Tuesday, July 28, 2020

অনুমতি ছাড়া মাশায়েরে মুকাদ্দাসায় প্রবেশ করায় ১৬ জনকে জরিমানা

ফাতেহ ডেস্ক:

বিনা অনুমতিতে মাশায়েরে মুকাদ্দাসায় (হজের বিধি-বিধান পালনের বিশেষ স্থানসমূহ) প্রবেশের অপরাধে সৌদি আরবের জননিরাপত্তা বাহিনী ১৬ জনকে আর্থিক জরিমানা করেছে।

সৌদি সুরক্ষা সংস্থা শনিবার, ২৫ জুলাই ঘোষণা করেছ, অনুমতি ব্যতীত মাশায়েরে মুকাদ্দাসা অর্থাৎ মিনা, আরাফাত এবং মুজদালিফায় প্রবেশের দায়ে ১৬ জনকে ১০,০০০ সৌদি রিয়াল করে জরিমানা করা হয়েছে।

সৌদি সুরক্ষা পরিষেবার মুখপাত্র বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, এ বছর হজ অনুষ্ঠানে গত সপ্তাহে ১৬ জন করোনা সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধমূলক প্রোটোকলের বিরুদ্ধে কাজ করেছে।

তিনি মিনা, আরাফাত এবং মুজদালিফায় বিনা অনুমতিতে প্রবেশকৃত ব্যক্তিদের শাস্তি কার্যকর করার কথা উল্লেখ বলেন: এই ১৬ জন ব্যক্তিকে ১০ হাজার সৌদি রিয়াল করে জরিমানা করা হয়েছে।

সরকারী মুখপাত্র সকল সৌদি নাগরিককে হজের আদেশ মেনে চলার আহ্বান জানিয়ে বলেন: সুরক্ষা বাহিনী এই আইনটি কার্যকর করতে এবং মিনা, আরাফাত এবং মুজদালিফায় বিনা অনুমতিতে প্রবেশকৃত ব্যক্তিদের আটক করার জন্য একটি শক্তিশালী সুরক্ষা রিং প্রতিষ্ঠা করেছে।

The post অনুমতি ছাড়া মাশায়েরে মুকাদ্দাসায় প্রবেশ করায় ১৬ জনকে জরিমানা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3jKV2p7

No comments:

Post a Comment