ফাতেহ ডেস্ক:
কম্বোডিয়া ঘুরতে গিয়েছিলেন সেই মার্চে। এর ভেতর করোনার কারণে সব স্থবির হয়ে পড়ে। কাছে যা টাকা ছিল তাও যায় ফুরিয়ে। ওদিকে দেশটিতে নেই বাংলাদেশের দূতাবাস। এমন পরিস্থিতিতে থাইল্যান্ডে প্রবেশ করতে গিয়ে পথ হারিয়ে জঙ্গলে ঢুকে পড়েন তিন বাংলাদেশি।
থাইল্যান্ডের গণমাধ্যম পাতায়া নিউজ জানিয়েছে, সা কেও প্রদেশ থেকে সম্প্রতি ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তিন ব্যক্তির একজনের নাম সোহেল পারভেজ। তার বয়স ৪০ বছর। আরেক জনকে শুধু মোহাম্মদ (২৭) হিসেবে পরিচয় করানো হয়েছে। আরেক জন ৩৩ বছর বয়সী আব্দুল করিম আজাদ। তিন জনের কাছেই বাংলাদেশি পাসপোর্ট আছে।
আজাদরা পুলিশকে নিজেদের সমস্যার কথা জানিয়ে বলেছেন, কম্বোডিয়ায় বাংলাদেশের অফিসিয়াল দূতাবাস নেই বলে তারা ব্যাংককে এসেছেন, যাতে এখান থেকে সাহায্য পাওয়া যায়।
থাইল্যান্ড সীমান্ত পুলিশ জানিয়েছে, তিন জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৪ দিন পর দূতাবাসকে তাদের বিষয়ে অবগত করে সাহায্যের আহ্বান জানানো হবে।
The post অর্থের অভাবে ফিরতে না পেরে থাইল্যান্ডের জঙ্গলে ৩ বাংলাদেশি appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2ByLAUt
No comments:
Post a Comment