ফাতেহ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্তের বৈশ্বিক তারিকায় আরও একধাপ ওপরে উঠে এসেছে বাংলাদেশ। কলম্বিয়াকে টপকে বর্তমান অবস্থান ১৬তম।
কভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার সবশেষ বুলেটিনে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত ১২ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৪৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। গত মার্চের শুরুর দিকে সংক্রমণ শনাক্ত হওয়ার পর সরকারি হিসেবে দেশে করোনারোগী দাঁড়াল ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন।
তাতে করোনায় সংক্রমণের বৈশ্বিক তালিকায় কলম্বিয়াকে টপকে শীর্ষ ষোলোতে চলে এসেছে বাংলাদেশ। প্রায় ২ হাজার কম আক্রান্ত নিয়ে সতেরোতম স্থানে নেমে গেছে লাতিন আমেরিকার দেশটি।
দেশে করোনারোগী সংখ্যা ৫০ হাজার ছাড়ায় ২ জুন। এরপর করোনার সংক্রমণ বেশি দ্রুততর হয়েছে।
লাখে পৌঁছানোর মাত্র ১৬ দিনে গত ১৮ জুন দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। সেখান থেকে তা দেড় লাখে পৌঁছাতে সময় লাগে ১৪ দিন; ২ জুলাই দেশে শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন।
বাকি সাত দিনে শনাক্তের সংখ্যা ছাড়ায় পৌনে দুই লাখ। ৯ জুলাই দেশে কোরোনারোগী ছিল ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। সেখান থেকে শনাক্ত ২ লাখ ছাড়ায় ১৮ জুলাই, নয় দিনে। দু্ই লাখ ১০ হাজার ছাড়ায় মঙ্গলবার।
আক্রান্তের বৈশ্বিক তালিকায় বাংলাদেশের ঠিক ওপরে আছে তুরস্ক, ২ লাখ ২১ হাজার ৫০০।
সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৪২ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৫১ জন। এই সময়ে ১ হাজার ৮০৫ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ২০৪ জন।
সুস্থ ও মৃত্যু বাদ দিলে দেশে বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনারোগী রয়েছে ৯৩ হাজারের কিছু বেশি।
The post বিশ্বে করোনা আক্রান্তে ১৬তম বাংলাদেশ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3hqiXIa
No comments:
Post a Comment