ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে লাশের সারি আরও দীর্ঘ হলো। পূর্ণ হলো আরও একটি লাখের কোটা। মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ। বার বাড়ন্তই আছে আক্রান্তের সংখ্যা।
ওয়ার্ল্ডো মিটার, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়, বার্তা সংস্থা এএফপি’র নিজস্ব তথ্য-উপাত্ত সবার হিসেব অনুযায়ীই কভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যু ৬ লাখ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের হিসেবে বাংলাদেশ সময় রবিবার সকাল পর্যন্ত বিশ্বে মৃত্যু সংখ্যা ৬ লাখ ৪ হাজার ৮০০ ছাড়িয়েছে, জন্স হপকিন্সের হিসেব অনুযায়ী মৃত্যু সংখ্যা ৬ লাখ ১ হাজার ২০০ ছাড়িয়েছে, আর এএফপি বলছে ৬ লাখ ৫০০ ছাড়িয়েছে।
মৃত্যুতে মহাদেশীয় হিসেবে সবার ওপরে ইউরোপ। মোট মৃত্যুর প্রায় এক-চতুর্থাংশ হয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত মহাদেশটিতে, ২ লাখের বেশি। এরপরই রয়েছে লাতিন আমেরিকা, সেখানে মৃত্যু সংখ্যা ১ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে।
আর দেশ হিসেবে মৃত্যুতে সবার ওপরে যুক্তরাষ্ট্র, ১ লাখ ৪২ হাজার ছাড়িয়ে গেছে। এরপরই রয়েছে ব্রাজিল, ৭৮ হাজার; ৪৫ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে তৃতীয়স্থানে আছে ব্রিটেন, মেক্সিকো আছে চতুর্থস্থানে, ৩৮ হাজার এবং পঞ্চমস্থানে আছে ইতালি, ৩৫ হাজার।
এএফপি’র খবরে বলা হচ্ছে, করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা গত দুই মাসে বেড়েছে দ্বিগুণ। ২৮ জুনের পর মাত্র তিন সপ্তাহে মৃত্যুর সংখ্যা বেড়েছে ১ লাখের বেশি।
এদিকে আক্রান্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে। বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ১ কোটি ৪২ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আক্রান্ত ৩৮ লাখ ৩৩ হাজার। এই তালিকাতেও দেশটির পরের অবস্থানেই রয়েছে ব্রাজিল, ২০ লাখ ৭৫ হাজার।
আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে আছে ভারত, ১০ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৮০০।
বিশ্বে মোট ১ কোটি ৪৪ লাখ আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ লাখ ১১ হাজার। সঙ্গে মৃত্যুর সংখ্যা বাদ দিলে বিশ্বে বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনারোগী আছে ৫২ লাখ ৫ হাজার।
The post বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়াল appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2DRi90w
No comments:
Post a Comment