ফাতেহ ডেস্ক:
ভারতের রাজধানী দিল্লীতে ভারী বর্ষণ ও বজ্রপাতের কারণে ২০০ বছরের পুরনো মুবারক বেগম মসজিদের গুম্বজ ভেঙে গিয়েছে। পুরনো দিল্লীর হোজ কাজি এলাকায় এই ঐতিহাসিক মসজিদ অবস্থিত।
গতকাল রবিবার ভারী বর্ষণ ও বজ্রপাতের কারণে মসজিদের গুম্বজ ভেঙে পড়ে। এদিনে দিল্লীতে এত বৃষ্টি হয় যে, অনেক এলাকা পানিতে ডুবে গিয়েছে। জায়গায় জায়গায় রাস্তায় পানি ভরে গিয়েছে। এতটাই পানি জমে যায় রাস্তায় যে সেখানে দিব্বি সাঁতারও কাটা যাবে। বৃষ্টির ফলে করোনার বিধ্বস্ত দিল্লী গরম থেকে রেহাই পায় ঠিকই, কিন্তু মাত্রাতিরিক্ত পানি জমে যাওয়ায় দিল্লীবাসিদের নতুন করে সমস্যা শুরু হয়।
এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০০ বছরের প্রাচীন এই মসজিদটির মূল গম্বুজটি সকালে ৬.৪৫ মিনিটে ধসে পড়েছে।
বর্তমানে DWB নামে প্রসিদ্ধ দিল্লি ওয়াক্ফ বোর্ড (The Delhi Wakf Board) এই মসজিদটি পরিচালন করছে। এই বোর্ডের প্রতিনিধিরা বলেছেন: গম্বুজটি ধসে পড়ার সময় মসজিদের ভিতরে কেউ উপস্থিত ছিল না। প্রতিনিধি দলের একজন মুখপাত্র আরও জানান, মসজিদের ছাদের ক্ষতির পরিমাণ ও পরিষ্কারের কাজ আজ থেকে শুরু হবে।
মুবারক বেগম মসজিদটি ১৮৩২ সালে নির্মিত হয়েছে এবং এটি ভারতের নিবন্ধিত সাংস্কৃতিক ঐতিহ্যগুলির মধ্যে একটি ঐতিহ্য।
The post ভেঙ্গে গেলো দিল্লীর ঐতিহাসিক মসজিদের গম্বুজ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3hlQ282
No comments:
Post a Comment