ফাতেহ ডেস্ক:
নভেল করোনাভাইরাসে টানা ১২ দিন গোটা পৃথিবীতে ২ লাখের বেশি করে মানুষ কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, সংক্রমণের এই ঊর্ধ্বগতি শুরু হয়েছে চলতি মাসের ১৬ তারিখ থেকে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজার ৭৮৩ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী (রিয়েল টাইমে), বুধবার সকাল আটটা পর্যন্ত বিশ্বব্যাপী মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ৩১৯ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৩০৭ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৬৩ হাজার ৪০৮ জন।
আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৪৪ লাখ ৯৮ হাজার ৩৪৩ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৩২০ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ২১ লাখ ৮৫ হাজার ৮৯৪ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২৪ লাখ ৮৪ হাজার ৬৪৯ জন। সুস্থ হয়েছেন ১৭ লাখ ২১ হাজার ৫৬০ জন।
তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ১৫ লাখ ৩২ হাজার ১৩৫ জন ১৯ কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৩৪ হাজার ২২৪ জনের।
রাশিয়ায় এখন পর্যন্ত ৮ লাখ ২৩ হাজার ৫১৫ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজার ৫০৪ জন।
পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৪ লাখ ৫৯ হাজার ৭৬১ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৭ হাজার ২৫৭ জন।
The post টানা ১২ দিন বিশ্বব্যাপী ২ লাখ করে শনাক্ত appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/332HEqb
No comments:
Post a Comment