Sunday, July 19, 2020

নাগরিকদের সাদামাটা ঈদ উদ্‌যাপনের আহ্বান ইমরান খানের

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাব যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য আসছে ঈদুল আজহা নাগরিকদের সাদামাটাভাবে উদ্‌যাপনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গত মে মাসে রোজায় সময় মসজিদ ও দোকানপাটগুলোতে পাকিস্তানের নাগরিকদের সামাজিক দূরত্ব ও অন্যান্য বিধিনিষেধ তেমন মানতে দেখা যায়নি। ঈদের পর দেশটিতে আক্রান্তের সংখ্যা আরও উদ্বেগজনকভাবে বাড়তে থাকে।

সংক্রমণের বিস্তার রোধে পাকিস্তান জুড়ে আবারও লকডাউন দেওয়ার আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু কঠিন এই পদক্ষেপ দ্বিতীয়বারের মতো নেয়নি মুসলিম সংখ্যা গরিষ্ঠের দেশটি।

ঈদুল ফিতরের অবস্থা যাতে কোরবানির ঈদের সময় না হয় দেশের জনগণকে সাদামাটা ঈদ উদ্‌যাপন করতে আহ্বান জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী ইমরান।

“ঈদুল আজহা অবশ্যই সাদামাটাভাবে উদ্‌যাপন করতে হবে। অবস্থা যাতে গত ঈদের মতো না হয়। ওই ঈদের সময় স্ট্যান্ডার্ড অপারেটিংয়ের নিয়মকানুনগুলো মানা হয়নি। ফলে হাসপাতালগুলোতে রোগীর ভিড় লেগে যায়।”

এবারের ঈদে করোনা নিয়ন্ত্রণের লাইনগুলো কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে জানান ইমরান।

উপমহাদেশের দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণে দ্বিতীয়স্থানে আছে পাকিস্তান। দেশটিতে আক্রান্ত ২ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৫ হাজার।

The post নাগরিকদের সাদামাটা ঈদ উদ্‌যাপনের আহ্বান ইমরান খানের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2WwC23l

No comments:

Post a Comment