Monday, July 6, 2020

এবার হাজিরা কাবা-হাজরে আসওয়াদ স্পর্শ করতে পারবে না

ফাতেহ ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর কারণে এবারের হজে হাজিরা কী করতে পারবেন আর পারবেন না তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

বিবিসি বাংলা জানায়, সৌদি আরবের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অধিদপ্তরে এই বছরের সীমিত আকারের হজে কিছু নতুন বিধিনিষেধ আরোপ করেছে।

কাবা ঘর ও হাজরে আসওয়াদ স্পর্শ পারবেন না যারা হজ করবেন। পাথর নিক্ষেপের যে রীতি আছে সেখানে বিশেষ ধরনের পাথর ব্যবহার করতে হবে।

হজের বিশেষ অনুমতি ছাড়া ১৯ জুলাই থেকে হজের পঞ্চম দিনের আনুষ্ঠানিকতা পর্যন্ত কেউই মিনা, মুজদালিফাহ ও আরাফাতে যেতে পারবেন না।

যদি কারও মধ্যে করোনার উপসর্গ দেখা যায় তবে তার হজের বাকি আনুষ্ঠানিকতা নির্ভর করবে চিকিৎসকের পর্যবেক্ষণের ওপর।

উপসর্গ যদি বেশি হয় তাহলে হজে অংশ নিতে দেওয়া হবে না। সকল হাজিদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।

হাজিদের জন্য আলাদা ভবন, পরিবহন ব্যবস্থা রাখা হবে।

মক্কার এই সুবিশাল মসজিদের সকল ফ্রিজ সরিয়ে নেওয়া হবে, যার যার ব্যক্তিগত পানির পাত্রে পানি নিয়ে পান করতে হবে। আলাদা খাবারের ব্যবস্থা থাকবে।

যে তাঁবুর নিচে হাজিরা অবস্থান করেন, সেখানে প্রতি ৫০ বর্গমিটারে ১০ জনের বেশি থাকা যাবে না।

এর আগে ২৩ জুন সৌদির হজ মন্ত্রণালয় থেকে জানানো হয়, এবার সর্বোচ্চ ১ হাজার জন হজ পালনে অনুমতি পাবেন। সংখ্যাটা এর চেয়ে কিছু কমও হতে পারে।

The post এবার হাজিরা কাবা-হাজরে আসওয়াদ স্পর্শ করতে পারবে না appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/31OoaFm

No comments:

Post a Comment