Monday, July 6, 2020

বিএনপির শীর্ষ নেতৃত্বকে জামায়াত ছাড়ার পরামর্শ

ফাতেহ ডেস্ক:

গত ২০১৮ সালের আগস্টে কেন্দ্রীয় নেতৃত্বকে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটগত সম্পর্ক ছেড়ে আসার পরামর্শ দেয় বিএনপির তৃণমূল। প্রায় দুই বছর পর এবার দলের স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যের মতামতেও উঠে এসেছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটির সঙ্গে সম্পর্ক ত্যাগের বিষয়টি।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য মনে করছেন, জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ভবিষ্যত রাজনীতিতে ধর্মভিত্তিক দলগুলোর গুরুত্ব অনেকাংশেই কম।

সে কারণে জামায়াতের সঙ্গে বিদ্যমান জোটগত সম্পর্ককে নতুনভাবে দেখা প্রয়োজন। ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য মৌখিক ও লিখিতভাবে বিএনপির ভবিষ্যৎ রূপরেখার সঙ্গে এসব অভিমত জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বকে। স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে আলাপকালে এই বিষয়টি জানা গেছে।

দলটির স্থায়ী কমিটির অন্তত পাঁচ জন সদস্যের সঙ্গে আলাপকালে জানা গেছে, করোনাভাইরাসের প্রকোপ শুরুর আগে থেকে বিএনপির ভবিষ্যত রাজনীতি কী হবে—এ নিয়ে সরাসরি পরামর্শ চান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এরপর দলের স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি এজেন্ডা হিসেবে গৃহীত হয়। পর্যায়ক্রমে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিনা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু নিজেদের মতামত ও কৌশল উপস্থাপন করেছেন।

করোনার কারণে দলের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকায় এ প্রক্রিয়াটি সাময়িক বন্ধ থাকায় আবার শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। আগামী ১৬ জুলাই থেকে সীমিত পরিসরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এরপর আবারও এই এজেন্ডা আলোচ্যসূচিতে যুক্ত হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী মতামত দেবেন।

দলটির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের আগে তারেক রহমান দলের ভবিষ্যত রাজনীতি ও কৌশল নির্ধারণে করণীয় সম্পর্কে মতামত চান স্থায়ী কমিটির সদস্যদের কাছে।

এরপর এজেন্ডা হিসেবে গ্রহণের পর সদস্যরা মতামত দেন। এসব মতামতে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটগত সম্পর্কের ওপর বিস্তারিত আলোচনা হয়। ওই আলোচনায় কোনও কোনও সদস্য বলেছেন, দলটির সঙ্গে যে সম্পর্ক এখন বিদ্যমান আছে, এই সম্পর্কের ভিত্তিতে আগামী দিনে ক্ষমতাকেন্দ্রিক অবস্থান তৈরি করা কোনওভাবেই সম্ভব নয়।

-এটি

The post বিএনপির শীর্ষ নেতৃত্বকে জামায়াত ছাড়ার পরামর্শ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3f6oO4L

No comments:

Post a Comment