Sunday, July 5, 2020

করোনা: শ্রীলঙ্কায় মুসলিমদের মরদেহ ‘দাহ করার’ বিরুদ্ধে পিটিশন

ফাতেহ ডেস্ক:

করোনা মহামারির সুযোগ নিয়ে শ্রীলঙ্কায় মুসলিম কেউ মারা গেলে তার মৃতদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি গড়িয়েছে দেশটির আদালত পর্যন্ত।

বিবিসি জানায়, সংখ্যালঘু মুসলিমরা এর নিন্দা জানিয়ে বলছেন মহামারির সুযোগ নিয়ে তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। কারণ ইসলামে মরদেহ দাহ করা নিষিদ্ধ।

রাজধানী কলম্বোতে তিন সন্তানের মা ফাতিমা রিনোজা (৪৪) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মে মাসের শুরুতে।

তার স্বামী মোহামেদ শাফিক বলেন, কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুলিশ ও সামরিক বাহিনীর লোকেরা বাড়িতে চলে এলো। আমাদের বের করে দিয়ে জীবাণুনাশক ছিটানো হলো। আমাদেরকে তারা কিছু বলেনি। তিন মাসের বাচ্চাকেও পরীক্ষা করা হলো এবং তারা আমাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে গেল কুকুরের মতো।

কোয়ারেন্টিনে থেকেই পরিবারটি খবর পেল যে ফাতিমা মারা গেছেন। বড় ছেলেকে বলা হলো হাসপাতালে গিয়ে মায়ের মৃতদেহ শনাক্ত করতে।

তাকে বলা হলো করোনাভাইরাসে মারা যাওয়ার কারণে ফাতিমার মৃতদেহ পরিবারের কাছে ফেরত দেওয়া হবে না। এর পরিবর্তে তাকে বাধ্য করা হলো একটি কাগজে সই দিতে যেখানে ফাতিমাকে পুড়িয়ে ফেলার অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।

একইদিন আরও একটি মুসলিম পরিবারের সঙ্গে একই ধরনের ঘটনা ঘটে। অনেক দরিদ্র মুসলিম নিরক্ষর থাকার কারণে কাগজে কী লেখা আছে জানছেও না।

ভুক্তভোগী মুসলিম পরিবারগুলো বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় কভিড-১৯ এ মারা যাওয়া লোকদের কবর দেয়া যাবে বলে বলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কর্তৃপক্ষ তাদের মৃতদেহ দাহ করতে বাধ্য করছে।

তাদের অভিযোগ, দেশটির সংখ্যাগরিষ্ঠ সিংহলি জনগোষ্ঠীদের দ্বারা নতুন বৈষম্যের শিকার সংখ্যালঘু মুসলিমেরা।

মুসলিমদের মরদেহ দাহ করার এই বিধানের বিরুদ্ধে পিটিশন দায়ের করা হয়েছে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টে। এ বিষয়ে শুনানি শুরু হবে ১৩ জুলাই।

দেশটির সাবেক মন্ত্রী এবং শ্রীলঙ্কা মুসলিম কংগ্রেস পার্টির প্রবীণ নেতা আলী জহির মওলানা বলেন, দাফন করার কারণে জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা সমর্থন পাওয়া যায় তবে আমরা মুসলিম সম্প্রদায় লাশ পোড়ানোর নিয়ম মেনে নিতে রাজি আছি।

তিনি দাবি করেন, দাফন করাই বিজ্ঞানসম্মত। লাশ পোড়ানো হচ্ছে সরকারের কলুষিত রাজনীতির এজেন্ডা।

The post করোনা: শ্রীলঙ্কায় মুসলিমদের মরদেহ ‘দাহ করার’ বিরুদ্ধে পিটিশন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ZEn4JF

No comments:

Post a Comment