ফাতেহ ডেস্ক:
করোনার কারণে এবার অনলাইনে বাড়ছে কোরবানীর পশু কেনাকাটা। শুধু কেনাকাটা নয়, পশু জবাই ও মাংস প্রস্তুত করে দেয়ার সুবিধাও দিচ্ছে ভার্চুয়াল হাটের উদ্যোক্তারা। সে কারণে আগে ভাগেই যোগাযোগ শুরু করেছে ক্রেতারা।
কোরবানীর পশুর হাট মানেই ব্যাপক মানুষের সমাগম, ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাক। কিন্তু করোনা ভাইরাসের কারণে এবারের পরিস্থিতি আলাদা। সংক্রমণের ঝুঁকি এড়াতে মাঠের হাটের চেয়ে ভার্চুয়াল হাটের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের।
বিভিন্ন ওয়েব সাইট বা ফেইসবুক পেইজের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার বসেছে পশুর হাট যেখানে পছন্দমত পশু কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
ই-ক্যাবের সদস্যভুক্ত একশ’রও বেশি অনলাইন প্লাটফরম কোরবানির পশু বিক্রি করছে। যেখানে দেয়া আছে পশুর ছবি বা ভিডিও, বয়স, ওজন ও দাম। থাকছে ভিডিও কলে সরাসরি পশু যাচাইয়ের সুযোগও। দাম পরিশোধ করা যাবে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডে।
এছাড়া পশু জবাই ও মাংশ প্রক্রিয়াজাত করে বাসায় পৌছে দেয়ার সুযোগও রেখেছে এই অনলাইন প্রতিষ্ঠানগুলো।
হাটে গিয়ে পছন্দ করে পশু কেনা দীর্ঘ দিনের পুরনো অভ্যাসে এবার অনেকটাই পরিবর্তন এনে দিয়েছে করোনা ভাইরাস। হাটের ভিড় ভাট্টা এড়িয়ে এই অনলাইন প্লাফর্মগুলো থেকে কোরবানী পশু কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
The post অনলাইনে বাড়ছে কোরবানীর পশু কেনাকাটা appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2WnIZDQ
No comments:
Post a Comment