ফাতেহ ডেস্ক:
সরকারের অবহেলায় জেকেজি, রিজেন্টের মতো প্রতিষ্ঠান ভুয়া করোনা সনদ দেওয়ার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (বুধবার) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণতন্ত্র অবরুদ্ধ করে রাষ্ট্র পরিচালনার কারণেই সাহেদরা প্রতিষ্ঠা পাচ্ছে বলে দাবি করেন তিনি। এসময় সাহেদকে গ্রেফতারে প্রশাসনের কালক্ষেপণ নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে জানান, রিজেন্টের সাহেদ যেমন তার সরকারও তেমন। কেননা জেকেজি ও রিজেন্ট মানুষকে করোনার টেস্টের নামে মৃত্যুর সনদ দিয়েছে। রিজেন্টের শাহেদকে গ্রেফতারের বিষয়টি কোনো নাটক কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেন রিজভী।
সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা জানান, দেশের ক্ষমতাসীনরা দেশের মানুষ নিয়ে কোনো কাজ করেনি। আসলে কয়লা ধুইলে যেমন ময়লা যায় না। তেমনই স্বভাব যায় না মলে। স্বাস্থ্য খাতের দুর্নীতির সাথে সরকার ও তাদের মন্ত্রী এমপিদের ছেলে মেয়েরা জড়িত।
এছাড়াও রিজভী জানান, আজকে জেকেজি ও রিজেন্ট মানুষকে করোনার টেস্টের নামে মৃত্যুর সনদ দিয়েছে। কিন্তু তাদেরকে ধরা হয় না। আর আমাদের মানিকগঞ্জের ছোটো মেয়ে পলি, নোয়াখালীর টিটু হায়দার, ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামকে গ্রেফতার করেন।
তিনি জানান, এই যে রিজেন্টের সাহেদকে গ্রেফতার হলো এটা নাটক। সাহেদের মা আওয়ামী মহিলা লীগের নেতারা। তাহলে সাহেদ হাওয়া ভবনের লোক হয় কী করে? তার কেলেংকারী ফাঁস হওয়ার আগে তো তিনি আওয়ামী লীগেরই লোক। তার অতীতের টকশোতে বক্তব্যে শোনা যায় যে, সেনাপ্রধান থেকে শুরু করে সিপাহী এবং আইজিপি থেকে কনস্টেবল পর্যন্ত ও সচিব থেকে চৌকিদার পর্যন্ত সবাই এই সরকারকে চায়। আসলে যেমন সাহেদ তেমন তার সরকার।
The post সরকারের অবহেলায় মিলছে ভুয়া করোনা সনদ: রিজভী appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2AZBg7A
No comments:
Post a Comment