Sunday, April 19, 2020

জানাজায় অংশ নেয়া ৩৫ হাজার মানুষ কোয়ারেন্টাইনে

ফাতেহ ডেস্ক

খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাজায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে। এতে ওই এলাকায় করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। লোক সমাগম ঠেকাতে না পারা ও দায়িত্বে অবহেলার কারণে ইতোমধ্যে স্থানীয় সরাইল থানার ওসি ও সার্কেল এএসপিকে প্রত্যাহার করা হয়েছে।

এবার ভাইরাসটির সংক্রমন ঠেকাতে জানাজায় অংশ নেয়া সরাইলের আশুগঞ্জের ৮টি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি এসব গ্রামকে নতুন করে লকডাউন করে দেয়া হয়েছে। প্রত্যেককে ঘরে থাকতে নির্দেশ দিয়ে মাইকিং করছে পুলিশ।

এলাকাগুলো হলো- আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা, বৈগইর, মৈশাইর, সরাইল উপজেলার মালিহাতা, পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর, সীতাহরণ, বড়ইবাড়ি ও বেড়তলা গ্রাম। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। আগামী ১৪ দিন এই ৮টি গ্রামের সকল দোকান-পাট বন্ধ থাকবে। কেউ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইল (সার্কেল) মাসুদ রানা বলেন, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে এলাকাগুলোতে পুলিশের সার্বক্ষণিক টহল থাকবে। কাউকে ঘর থেকে বের হতে দেয়া হবে না। সকল দোকান-পাট বন্ধ থাকবে।

লোক সমাগম ঠেকাতে না পারা ও দায়িত্বে অবহেলার কারণে সরাইল থানার ওসি শাহাদত হোসেন টিটু, এএসপি মো. মাসুদ রানা এবং ওসি (তদন্ত) নূরুল হককে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্তে ইতোমধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শকের কার্যালয় থেকে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

-এ

The post জানাজায় অংশ নেয়া ৩৫ হাজার মানুষ কোয়ারেন্টাইনে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/34PuonC

No comments:

Post a Comment