Sunday, April 19, 2020

ট্রাম্প বন্ধ করলেও সহায়তায় এগিয়ে এলেন সৌদি বাদশা

ফাতেহ ডেস্ক

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদের মৌলিক দায়িত্ব পালন করতে পারেনি এবং সংস্থাটির চীনমুখীতার অভিযোগ এনে সম্প্রতি অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোভিড-১৯ মোকাবেলায় জাতিসংঘের এ সংস্থাটিতে এবার ৫০ কোটি ডলার দান করেছে সৌদি আরব।

এ ঘটনায় সৌদি আরবের বাদশা সালমানকে ধন্যবাদ জানিয়েছেন সংস্থাটির প্রধান টেডরোস আধানম গেব্রিয়াসুস। সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ এ খবর দিয়েছে।

গেব্রিয়াসুস বলেন, কোভিড-১৯ মোকাবেলায় ৫০ কোটি ডলার দেওয়ায় সৌদির বাদশা সালমান ও দেশটির জনগণকে অশেষ ধন্যবাদ। জি-২০ জোটের বাকি দেশগুলোও সৌদি আরবকে অনুসরণ করবে বলে আশা করছি।

গত সপ্তাহে জি-২০ জোটের অপর প্রভাবশালী সদস্য এবং সৌদি আরবের মিত্র যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও-তে অর্থায়ন বন্ধের ঘোষণা দেয়। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, তার দেশ সবচেয়ে বেশি অর্থায়ন করলেও সংস্থাটির চীনমুখিতা পরিলক্ষিত হয়েছে। তাছাড়া কোভিড-১৯ মোকাবেলায় সংস্থাটি তাদের মৌলিক দায়িত্ব পালন করতে পারছে না।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তারা সংস্থাটির কার্যক্রম খতিয়ে দেখছে এবং সে পর্যন্ত অর্থায়ন বন্ধ থাকবে। মার্কিন সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন অনেকে। ডব্লিউএইচও করোনা মহামারি মোকাবেলার ক্ষেত্রে একে বিপজ্জনক হিসেবে মন্তব্য করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাজেট অনুযায়ী গত বছর যুক্তরাষ্ট্র অনুদান দিয়েছে ৪০ কোটি ডলার। যা সংস্থাটির বাজেটের ১৫ শতাংশ। অন্যদিকে, চীনের অনুদান এর অর্ধেকের কাছাকাছি।

-এ

The post ট্রাম্প বন্ধ করলেও সহায়তায় এগিয়ে এলেন সৌদি বাদশা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2KtGDNH

No comments:

Post a Comment