ফাতেহ ডেস্ক
সংক্ষিপ্ত পরিসরে বিচারিক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিমকোর্ট।
বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানায় সুপ্রিমকোর্ট। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে অতি জরুরি বিষয়ে শুনানির জন্য চেম্বার আদালত চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান চেম্বার আদালতের দায়িত্ব পালন করবেন। এছাড়া, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান সামাজিক দূরত্ব বজায় রেখে অতি গুরুত্বপূর্ণ বিষয়ে বিচারকাজ পরিচালনা করবেন।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এছাড়া, দেশের সব জেলা ও দায়রা জজকে সপ্তাহে দুই দিন আদালতের কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেয়া হয়েছে। একই আদেশে চিফ চুডিশিয়াল ম্যাজিস্ট্রেস্ট আদালতও সপ্তাহে দুই দিন চালু রাখতে বলা হয়েছে।
আদালতের কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে কঠোরভাবে সামাজিক দুরুত্ব বজায় রাখতে বলা হয়েছে।
-এ
The post সীমিত পরিসরে সুপ্রিমকোর্ট ও নিম্ন আদালত চালুর সিদ্ধান্ত appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2VXmViG
No comments:
Post a Comment