ফাতেহ ডেস্ক
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪১৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪১৬ জন।
রবিবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪১৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪১৬ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে অনেক চিকিৎসক, নার্স, হাসপাতালকর্মী ও আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।
অধ্যাপক সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৪৫ জনে দাঁড়িয়েছে। নতুন মৃতদের একজন শিশু, যার বয়স ১০ বছরের নিচে। শিশুটির কিডনি জটিলতা ছিল। এই পাঁচজনের তিনজন পুরুষ আর বাকি দুজন নারী। মৃতদের চারজন ঢাকা শহরের আর একজন ঢাকা জেলার দোহার উপজেলার।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা শনিবার রাতে ২ লাখ ছাড়ায়। এর মধ্যে ইউরোপের দেশগুলোর মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২২ হাজার। আর একক দেশ হিসেবে মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সংখ্যাটা ৫৪ হাজার ছুঁই ছুঁই।
-এ
The post দেশে করোনা আক্রান্ত ৫ হাজার ছাড়াল, মৃত্যু বেড়ে ১৪৫ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2VXKkjU
No comments:
Post a Comment