ফাতেহ ডেস্ক
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির চিফ অব স্টাফের দাফনে অনেক লোক থাকায় ক্ষমা চেয়েছে দেশটির সরকার।
বিবিসি জানায়, বুহারির ওই কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। ১৮ এপ্রিল রাজধানী আবুজায় তার দাফন অনুষ্ঠিত হয়।
তবে দাফনের ছবিতে দেখা যায় অনেক মানুষ সেখানে উপস্থিত ছিল। এতে করোনা রোধে সামাজিক দূরত্ব মেনে চলার নিয়ম লঙ্ঘন হয়।
এই ঘটনাকে ‘ভুল’ বলে আখ্যা দিয়ে ক্ষমা চেয়েছে নাইজেরিয়া সরকার।
করোনা সংক্রমণ রোধে দেশটিতে লকডাউন চলছে। ৩০ মার্চ থেকে আবুজাসহ বড় শহরগুলোতে সামাজিক দূরত্ব মেনে চলায় কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার।
এর মধ্যে নাইজেরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছে ৬৬৫ জন, যার মধ্যে মারা গেছে ২২ জন।
-এ
The post করোনা: প্রেসিডেন্টের কর্মকর্তার দাফন নিয়ে ক্ষমা চাইল নাইজেরিয়া appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/34SE94y
No comments:
Post a Comment