ফাতেহ ডেস্ক
ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার করোনাভাইরাস ছড়ানোর দায় মুসলিম সম্প্রদায়ের ওপর চাপানোর প্রচেষ্টা করছে বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল রোববার এই টুইটে তিনি এ কথা বলেন। আজ সোমবার তার কড়া জবাব দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইমরানকে উদ্দেশ্য করে মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীভাস্তভ বলেন, পাকিস্তানি নেতৃত্ব নিজের দেশে করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় মননিবেশ না করে ভিত্তিহীন ও উদ্ভট অভিযোগ তুলছেন। মূলত নিজ দেশে বাজে পরিস্থিতির লুকাতেই এই মন্তব্য করে তিনি সবার দৃষ্টিকোণ ঘুরাতে চেয়েছেন।
টুইটে ইমরান বলেছিলেন, ভারতীয় সরকার করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবেলার ব্যর্থতা ধামাচাপা দিতে এবং জনগণের মনোযোগ সরিয়ে আনতে মুসলিমদের টার্গেট করছেন। ঠিক যেমন ইহুদিদের টার্গেট করেছিল জার্মানরা। মোদিও একই পথে এগোচ্ছেন।
এই প্রসঙ্গে শ্রীভাস্তভ বলেন, উনারা আমাদের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কথা বলা নিয়ে বিরত থেকে নিজেদের নিয়ে বললেই বোধহয় ভালো হয়। কারণ তাদের দেশের সংখ্যালঘুদের অবস্থা আমরা সবাই জানি। কী পরিমাণ বৈষম্যের স্বীকার তারা।
-এ
The post মুসলিমদের নিয়ে কথা বলায় ইমরানের কড়া সমালোচনায় ভারত appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3cxzMyp
No comments:
Post a Comment