Wednesday, April 22, 2020

নতুন আক্রান্ত ৩৯০, আরো ১০ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক

দেশে করোনায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২০ জন। নতুন করে ৩৯০ জন আক্রান্ত হওয়ায় দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা এখন ৩ হাজার ৭৭২ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শহীদুল্লাহ।

নাসিমা সুলতানা জানান, গত এক দিনে আরো পাঁচজন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯২ জন।

শুরুতে ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শহীদুল্লাহ পিপিইসহ চিকিৎসা সামগ্রী গ্রহণ ও বিতরণের তথ্য তুলে ধরেন।

বুলেটিন উপস্থাপনকালে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

-এ

The post নতুন আক্রান্ত ৩৯০, আরো ১০ জনের মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2VPtYtn

No comments:

Post a Comment