ফাতেহ ডেস্ক
চীনের উহান থেকে শুরু হওয়া মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো পৃথিবী। এদিকে করোনা ভাইরাস যে মহামারী রূপ নিয়েছে তার জন্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার সঙ্গে সুর মিলিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া সমালোচনা করেছে ওয়ার্ল্ড মেডিক্যাল অ্যাসোসিয়েশন (ডব্লিউএমএ)।
ওয়ার্ল্ড মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএমএ) মতে, সংক্রমণ ঠেকানোর জন্য আগেভাগেই যে যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল তাইওয়ান, ‘রাজনৈতিক কারণে’ই তাকে গুরুত্ব দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে এক কোটি চিকিৎসকের সংগঠন ডব্লিউএমএ বলেছে, হু-র এই ভুলেরই আজ চড়া মাসুল গুনতে হচ্ছে গোটা বিশ্বকে। আগামী দিনে আরো বড় ভুল এড়াতে হু-তে তাইওয়ানের গুরুত্ব বাড়ানোরও দাবি জানিয়েছে ডব্লিউএমএ।
শুক্রবার (১৭ এপ্রিল) হু-র ডিরেক্টর টেড্রস আদানম গেব্রেইসাসকে লেখা একটি চিঠিতে ডব্লিইএমএ-র পঅভিযোগ করা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তাইওয়ানকে বাধাহীন কার্যকরী ভূমিকা নিতে না দেওয়াটা যে বিশ্বের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে কতো বড় ভুল হয়েছে; কভিড-১৯ সংক্রমণ মহামারি হয়ে উঠে সেটাই প্রমাণ করল।
২০০৩ সালে আর এক ধরনের করোনাভাইরাস ‘সার্স’র হানায় বহু মানুষের মৃত্যু হয়েছিল তাইওয়ানে। তাইওয়ানের অভিযোগ, সার্সের অভিজ্ঞতার প্রেক্ষিতেই হু-কে সতর্ক করতে চেয়েছিল তাইওয়ান। অনেক আগেই জানিয়েছিল, অন্য কোনো করোনাভাইরাস পরে মানুষের মধ্যেও দ্রুত হারে ব্যাপকভাবে সংক্রমিত হতে পারে। কিন্তু চীনের দিকে ঝুঁকে থাকা হু তাতে কর্ণপাত করেনি। চীনের আপত্তিতে বছর দু’য়েক আগে হু-র নীতিনির্ধারক কমিটিতেও তাইওয়ানকে ‘পর্যবেক্ষক’র মর্যাদা দিতে হু রাজি হয়নি।
-এ
The post বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভুলেই চড়া মাসুল গুণতে হচ্ছে বিশ্বকে appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/34MK2QR
No comments:
Post a Comment