Wednesday, April 15, 2020

এবার বক্স খাটের ভেতর ‘টিসিবির তেল’

ফাতেহ ডেস্ক

কিছুদিন ধরে আলোচনায় রয়েছে দেশের বিভিন্ন স্থানে সরকারি সাহায্যের পণ্য অবৈধভাবে মজুদ বা আত্মসাতের খবর। এবার বক্স খাটের তোলশ উল্টাতেই মিলল সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিপুল পরিমাণ ভোজ্যতেল। এই ঘটনা রংপুরের।

এক ব্যবসায়ীর বাড়িতে বক্স খাটের ভেতর অবৈধভাবে রাখা এই ভোজ্যতেল উদ্ধার করে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার রাত পৌনে ১১টার দিকে নগরীর মধ্য পার্বতীপুর এলাকার হানিফ মিয়ার বাড়ি থেকে টিসিবির ভোজ্যতেল উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রংপুর মেট্রোপলিটন এলাকার ১৭ নং ওয়ার্ডে হানিফ মিয়ার বাসায় অভিযান চালায়। তল্লাশি করে তার বেডরুমের বক্স খাটের ভেতরে থেকে টিসিবি পণ্য ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা।

এ সময় বাসার মালিক হানিফ মিয়া (৫৮) ও মালামাল সরবরাহকারী লাল মিয়াকে (৫২) আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চলমান করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এরই মাঝে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভিজিএফ-ভিজিডি, ওএমএস এবং হতদরিদ্র মানুষের জন্য ত্রাণ সহায়তা, জেলেদের জন্য খাদ্যএসব কর্মসূচির প্রায় প্রতিটির ক্ষেত্রেই অনিয়ম আর চুরির বিস্তর অভিযোগ পাওয়া যাচ্ছে।

মজুদের অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। এমন পর্যায়ে সরকারপ্রধান থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়েছে কঠোর অবস্থান।

-এ

The post এবার বক্স খাটের ভেতর ‘টিসিবির তেল’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3a9PPRv

No comments:

Post a Comment