ফাতেহ ডেস্ক
সারা বিশ্বের মানুষ আতঙ্কিত, যেন মৃত্যু ধেয়ে আসছে সকলের দিকে। প্রতিদিন করোনাভাইরাস কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লক্ষ ত্রিশ হাজার।
গত ২৪ ঘন্টায় বিশ্বে ৭,৯৬০ জনের মৃত্যু হয়েছে।করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ২১ লক্ষ মানুষ। এরমধ্যে ৫১ হাজারের বেশি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।
সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১,৩৪,৬০৩ জন ব্যক্তি। কোভিড-১৯ এর সংক্রমণে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৮২ হাজার ৮৮১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৫১৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লক্ষ ১০ হাজার ১২৯ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৪ লক্ষ ৩৭ হাজার ৭৬৬ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৫১,১৬০ জন।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৫ই এপ্রিল) দেশটিতে মৃত্যু হয় ২,৪৮২ জনের। এ পর্যন্ত কোন দেশে একদিনে এত সংখ্যক মানুষ করোনায় মারা যাননি। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে মোট ২৮,৫২৯ জনের। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৬ লক্ষ ৪৪ হাজার ৮৯ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৭০১ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২০৬ জন।
এদিকে, স্পেনে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৮,৮১২ জনের। আর, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৫৭ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ৬৫৯ জন। মোট সুস্থ হয়েছেন ৭০ হাজার ৮৫৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৬৭ জন।
অন্যদিকে, ইতালিতে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৭৮ জনের। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২১,৬৪৫ জনের আর আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার ১৫৫ জন। মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৯২ জন। আর, গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৬৭ জন।
এছাড়া, ফ্রান্সেও মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। গত ২৪ ঘন্টায় দেশটিতে রেকর্ড ১,৪৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ১৭,১৬৭ হন। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৮৬৩ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ হাজার ৯৫৫ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪,৫৬০ জন।
তাছাড়া, যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭৬১ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,৬০৩ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় ১২,৮৬৮ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণের পর থেকে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে রেকর্ড ২১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১,২৩১ জন।
-এ
The post করোনায় মৃত্যু ১ লক্ষ ৩০ হাজারের বেশি appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2XIKe1Z
No comments:
Post a Comment