ফাতেহ ডেস্ক
করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮ টা (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ২,৬০০ দাঁড়িয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।
করোনায় মৃত্যুতে আগেই শীর্ষে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮,৩২৬ জন। আক্রান্ত সর্বোচ্চ ৬ লাখ সাড়ে ৩৭ হাজার।
দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস নিয়ে বলেন, “পরিসংখ্যানে বোঝা যাচ্ছে, আক্রান্ত-মৃতে দেশ সর্বোচ্চ সীমা অতিক্রম করে ফেলেছে।” বৃহস্পতিবার চলমান লকডাউন উঠিয়ে নেওয়ার প্রথম পরিকল্পনা ঘোষণা করবেন তিনি।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বুধবার এর আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়ায় বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। আর মৃতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ছুঁই ছুঁই।
করোনায় মৃতে দ্বিতীয় সর্বোচ্চস্থানে থাকা ইতালিতে মৃতের সংখ্যা ২১ হাজার ৬’শ ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার।
আক্রান্তে যুক্তরাষ্ট্রের পরেই আছে স্পেন, ১ লাখ ৮০ হাজার ৬’শ ছাড়িয়েছে। মৃতের তালিকায় তৃতীয়স্থানে আছে দেশটি, ১৮ হাজার ৮’শ।
বাংলাদেশের প্রতিবেশী ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩’শ ছাড়িয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ৪১২ জন বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। আর বুধবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১,২৩১ জন; মৃতের সংখ্যা ৫০।
-এ
The post একদিনে যুক্তরাষ্ট্রে ২,৬০০ জনের মৃত্যু, ‘শিথিল’ হচ্ছে লকডাউন appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3a7V7Nq
No comments:
Post a Comment